টানা আট দিন ধরে আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য মূল বেতনের ৫ শতাংশ হারে, সর্বনিম্ন দুই হাজার টাকা বাড়িভাড়া ভাতা নির্ধারণ করেছে অর্থ মন্ত্রণালয়।
রোববার (১৯ অক্টোবর) অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মরিয়ম মিতুর সই করা এ সংক্রান্ত একটি চিঠি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, প্রশাসনিক মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে ভাতাটি কার্যকর করবে।
চিঠিতে উল্লেখ করা হয়, সরকারের বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ (সর্বনিম্ন ২,০০০ টাকা) হারে নির্ধারণ করা হয়েছে। এ ভাতা ২০২৫ সালের নভেম্বর মাস থেকে কার্যকর হবে।
এ ছাড়া বাড়িভাড়া ভাতা প্রদানে কিছু শর্ত যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে—
১. ভাতা ভবিষ্যতে জাতীয় বেতন স্কেলের সঙ্গে সমন্বয় করতে হবে।
২. ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারী এমপিও নীতিমালা-২০২১’, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা) এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত)’ এবং ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (ভোকেশনাল, ব্যবসায় ব্যবস্থাপনা, কৃষি ও মৎস্য ডিপ্লোমা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮’ অনুসারে নিয়োগের শর্তাবলি যথাযথভাবে পালন করতে হবে।
এসআর
মন্তব্য করুন: