কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে পাঁচটি দেশের অংশগ্রহণে শেষ হয়েছে দুই দিনব্যাপী বিএসএসসিআর (বাংলাদেশ সোসাইটি ফর সোশ্যাল অ্যান্ড কালচারাল রিসার্চ)-এর চতুর্থ আন্তর্জাতিক সম্মেলন।
১৭ ও ১৮ অক্টোবর আয়োজিত এ সম্মেলনে বাংলাদেশ, ভারত, নেপাল, ফিলিপাইনসহ পাঁচটি দেশের ১৭০ জন প্রতিনিধি অংশ নেন। দুই দিনে মোট ২৯টি একাডেমিক সেশনে ১৭৫টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হয়।
গবেষণায় অংশ নেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
প্রথম দিন (১৭ অক্টোবর) অনুষ্ঠিত সেশনগুলোতে ‘লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন’, ‘ইতিহাস ও প্রত্নতত্ত্ব’, ‘শিল্প ও স্থাপত্য’, ‘পরিবেশ ও জলবায়ু পরিবর্তন’, ‘বাণিজ্য ও প্রযুক্তি’, ‘দর্শন ও সাহিত্য’, ‘আদিবাসী সংস্কৃতি’, ‘মিডিয়া ও শাসন’, ‘স্বাস্থ্য ও লোকশিল্প’ এবং ‘ভ্রমণ ও পর্যটন’সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। দিনশেষে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যা অংশগ্রহণকারীদের মনোযোগ কাড়ে।
সম্মেলনের দ্বিতীয় দিন (১৮ অক্টোবর) গবেষক ও অতিথিরা কুমিল্লার ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থানসমূহ—কুমিল্লা ওয়ার সিমেট্রি, ময়নামতি জাদুঘর, শালবন বিহার ও রানী ময়নামতির রাজপ্রাসাদ পরিদর্শন করেন। পরে শালবন বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সম্মেলনের সমাপনী পর্ব।
ভ্রমণ ও সমাপনী পর্বে উপস্থিত ছিলেন বিএসএসসিআরের সেক্রেটারি জেনারেল অধ্যাপক শাহনাজ হুসনে জাহান, কোষাধ্যক্ষ মোখলেছুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও সম্মেলনের প্রধান সমন্বয়কারী সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দীনসহ অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
পরিদর্শন চলাকালে প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. সোহরাব উদ্দীন অংশগ্রহণকারীদের বাংলার প্রাগৈতিহাসিক ঐতিহ্য, প্রত্ননিদর্শন ও সংস্কৃতি বিষয়ে ধারণা দেন।
এতে দেশি-বিদেশি গবেষকেরা সরাসরি মাঠপর্যায়ে বাংলার ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান।
ড. সোহরাব উদ্দীন বলেন, “বিএসএসসিআর মূলত সংস্কৃতি ও ধর্ম বিষয়ক গবেষণা নিয়ে কাজ করে। সেই ধারাবাহিকতায় অংশগ্রহণকারীদের বাংলার ইতিহাস ও সংস্কৃতির বাস্তব অভিজ্ঞতা দেওয়ার জন্য প্রত্নস্থল ভ্রমণের আয়োজন করা হয়েছে।”
তিনি আরও জানান, আগামীতে সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের জন্য পৃথক একটি সম্মেলনের আয়োজন করা হবে, যেখানে শুধু শিক্ষার্থীরাই তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন।
উল্লেখ্য, বিএসএসসিআরের তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন ২০২৩ সালে দিনাজপুরের বাশেরহাট ব্র্যাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত হয়েছিল।
এসআর
মন্তব্য করুন: