রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে বিজয়ীদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর ও এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এষা।
শুক্রবার (১৭ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলাদা পোস্টের মাধ্যমে তারা নবনির্বাচিত প্রতিনিধিদের অভিনন্দন জানান এবং শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর তার পোস্টে লেখেন,
“রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। বিজয়ী সকল প্রার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। মতের পার্থক্য থাকলেও আমাদের লক্ষ্য অভিন্ন—একটি নিরাপদ, সৌহার্দ্যপূর্ণ ও শিক্ষার্থীবান্ধব আধুনিক বিশ্ববিদ্যালয় গঠন।”
তিনি আরও লেখেন,
“রাকসু নির্বাচনে আমাদের প্রতি যে ভালোবাসা, সমর্থন ও সহযোগিতা পেয়েছি, তার জন্য ধন্যবাদ। যারা আমাদের ভোট দিয়েছেন কিংবা দেননি—সবার প্রতিই কৃতজ্ঞতা। এই নির্বাচন ছিল পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও অংশগ্রহণের প্রতীক।”
রাকসু নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী, ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে ভিপি পদে মোস্তাকুর রহমান জাহিদ ১২ হাজার ৬৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর পেয়েছেন ৩ হাজার ৩৯৭ ভোট।
অন্যদিকে ছাত্রদল মনোনীত এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এষা তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে লিখেছেন,
“শিক্ষার্থীদের রায়ই চূড়ান্ত। আপনাদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি তা সত্যিই অকল্পনীয়। এই ভালোবাসার দায়বদ্ধতা থেকে আমি ছিলাম, আছি এবং থাকব। দোয়া রাখবেন আমার জন্য। নবনির্বাচিত সকল রাকসু প্রতিনিধিকে অভিনন্দন।”
এজিএস পদে জয় পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস. এম. সালমান সাব্বির। তিনি পেয়েছেন ৬ হাজার ৯৭১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৫ হাজার ৯৪১ ভোট।
রাকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
এসআর
মন্তব্য করুন: