তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মশাল মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সংগঠন উত্তরবঙ্গ ছাত্র পরিষদ।
শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মশাল মিছিলটি শুরু হয়ে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। এতে উত্তরবঙ্গ ছাত্র পরিষদের সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
মিছিলে অংশগ্রহণকারীরা ‘তিস্তা বাঁচাও, দেশ বাঁচাও’, ‘আমাদের তিস্তা, বুঝে নেব হিস্যা’, ‘বাঁচাও তিস্তা, বাঁচাও দেশ’—এমন নানা স্লোগান দেন।
মিছিলে বক্তারা বলেন, তিস্তা নদী খনন ও প্রবাহ পুনরুদ্ধার, আধুনিক ব্যারেজ নির্মাণ, সেচব্যবস্থার সম্প্রসারণ, বন্যা ও ভাঙন নিয়ন্ত্রণে শক্তিশালী বাঁধ নির্মাণসহ নদীভিত্তিক কৃষি, মৎস্য ও পর্যটন উন্নয়নকে তিস্তা মহাপরিকল্পনার অংশ হিসেবে বাস্তবায়ন করতে হবে।
তারা আরও বলেন, বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের কার্যক্রম ত্বরান্বিত করে আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে তিস্তা পানিবণ্টনের ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে এবং “তিস্তা উন্নয়ন কর্তৃপক্ষ” গঠন করে নদীভিত্তিক অর্থনীতি ও পরিবেশের সুরক্ষায় সমন্বিত মাস্টারপ্ল্যান বাস্তবায়ন জরুরি।
নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও কুবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল বাশার বলেন, “আমাদের দাবি যৌক্তিক। উত্তরবঙ্গের কৃষি বাঁচাতে তিস্তা প্রকল্পের ন্যায্য হিস্যা জরুরি। আমরা আশা করি প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক পর্যায়ে এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবেন।”
ছাত্রদল কুবি শাখার সদস্য সচিব মুস্তাফিজুর রহমান শুভ বলেন, “তিস্তা সমস্যা শুধু উত্তরবঙ্গের নয়, এটি জাতীয় সমস্যা। ভারত যখন খুশি পানি ছেড়ে দেয়, আবার যখন দরকার তখন আটকায়—এ অবস্থার স্থায়ী সমাধান চাই।”
ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুন বলেন, “উত্তরবঙ্গের কৃষকরা এখন পানির অভাবে ফসল ফলাতে পারছেন না। কৃষি ও পরিবেশ দুটোই হুমকির মুখে। সরকারকে এই বাস্তবতা বিবেচনায় নিতে হবে।”
প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. সাদেকুজ্জামান বলেন, “তিস্তা নদী উত্তরাঞ্চলের জীবনরেখা। শুষ্ক মৌসুমে ন্যায্য পানির প্রাপ্যতা নিশ্চিত করতে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।”
সংগঠনটির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নয়ন বলেন, “তিস্তা শুধু নদী নয়, এটি উত্তরবঙ্গের প্রাণ ও বাংলাদেশের জীবনের স্পন্দন। আমরা তিস্তার জলে নতুন করে প্রাণ ফিরিয়ে আনার অঙ্গীকার করছি।
সভাপতি নাইম আহমেদ বলেন, “তিস্তা সমস্যা রাজনৈতিক নয়, জাতীয় সমস্যা। আমরা চাই তিস্তা মহাপরিকল্পনার সাত দফা দাবি বাস্তবায়ন করে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই এ প্রকল্প চালু করা হোক।
এসআর
মন্তব্য করুন: