[email protected] রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
৪ কার্তিক ১৪৩২

গাজীপুরে মাদ্রাসা ছাত্রী নির্যাতনের ঘটনায় কুবিতে মানববন্ধন

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫ ৬:১৭ পিএম

সংগৃহীত ছবি

গাজীপুরে এক মাদ্রাসা ছাত্রীর ওপর সংঘটিত ধর্ষণ ও নির্যাতনের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (১৭ অক্টোবর) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে গোল চত্বরে গিয়ে শেষ হয়।

প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান। তারা বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা কোনোভাবেই সহ্য করা হবে না, অপরাধীর পরিচয় নয়—অপরাধই মুখ্য বিবেচিত হওয়া উচিত।

মানববন্ধনে বক্তারা সমাজে নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও আইনের কঠোর প্রয়োগের ওপর জোর দেন। তারা বলেন, এমন ঘটনা সমাজের জন্য কলঙ্ক এবং মানবতার পরিপন্থী।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ওই নির্যাতনের ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার সৃষ্টি করে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর