রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
এবারের নির্বাচনে ৬৯ দশমিক ৮৩ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে টানা ভোটগ্রহণ। নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, ২৮ হাজার ৯০১ জন ভোটারের মধ্যে ২০ হাজার ১৮৭ জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সর্বোচ্চ ভোট পড়েছে সৈয়দ আমের আলী হলে, যেখানে ভোটের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। এরপর রয়েছে শাহ মখদুম হল (৭৭.৭১%) এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল (৭৭.৬০%)।
অন্যদিকে সবচেয়ে কম ভোট পড়েছে রোকেয়া হলে, মাত্র ৫৯ দশমিক ৬০ শতাংশ। রহামাতুন্নেছা হলে ভোটের হার ৬০ দশমিক ৭০ শতাংশ, আর বেগম খালেদা জিয়া হলে ৬১ দশমিক ৪৯ শতাংশ ভোটার অংশ নেন।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম বলেন,
“অত্যন্ত সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আমরা সবার সহযোগিতায় একটি সফল নির্বাচন সম্পন্ন করতে পেরেছি।”
তিনি আরও বলেন,
“ভোটার উপস্থিতি (৬৯.৮৩ শতাংশ) অত্যন্ত সন্তোষজনক। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, প্রশাসন ও শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।”
এসআর
মন্তব্য করুন: