[email protected] শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
২ কার্তিক ১৪৩২

মাইলস্টোন কলেজে পাসের হার ৯৯.৮৩ শতাংশ, জিপিএ-৫ পেলেন ৭৯১ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫ ৮:০৪ পিএম

সংগৃহীত ছবি

২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজ অর্জন করেছে অভাবনীয় সাফল্য।

প্রতিষ্ঠানটির সামগ্রিক পাসের হার ৯৯.৮৩ শতাংশ, আর ৭৯১ জন শিক্ষার্থী পেয়েছেন সর্বোচ্চ জিপিএ-৫

এ বছর বাংলা ও ইংরেজি—দুই মাধ্যম মিলিয়ে ২ হাজার ৯৮১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়।

ফলাফল প্রকাশের পর মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন,

“মাইলস্টোন কলেজ প্রশাসনের সঠিক তদারকি, শিক্ষক-শিক্ষিকাদের নিবেদিত প্রচেষ্টা, শিক্ষার্থীদের একাগ্রতা এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই প্রতিবছর প্রত্যাশিত সাফল্য অর্জিত হচ্ছে।”

তিনি জানান, বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয় ২ হাজার ৩৭৩ জন শিক্ষার্থী, পাস করেছে ২ হাজার ৩৭০ জন—পাসের হার ৯৯.৮৭ শতাংশ। এ বিভাগের ৭৪৮ জন পেয়েছে জিপিএ-৫।
ব্যবসায় শিক্ষা বিভাগে অংশ নেয় ৩০৫ জন, পাসের হার শতভাগ, এর মধ্যে ২৩ জন জিপিএ-৫ পেয়েছে।
মানবিক বিভাগে অংশ নেয় ৩০৩ জন শিক্ষার্থী, পাস করেছে ৩০১ জন—পাসের হার ৯৯.৩৪ শতাংশ, এবং ২০ জন জিপিএ-৫ অর্জন করেছে।

অধ্যক্ষ জিয়াউল আলম আরও বলেন,

“আমরা শিক্ষার্থীদের শুধু একাডেমিক উৎকর্ষ নয়, চরিত্র ও মানবিক গুণাবলিতেও গড়ে তুলতে কাজ করছি। গুণগতমানের শিক্ষা ও সহপাঠ্যক্রমিক কার্যক্রমে অংশগ্রহণই ভালো ফলাফলের প্রধান নিয়ামক।”

ফলাফলের এই সাফল্য তিনি উৎসর্গ করেছেন চলতি বছরের ২১ জুলাইয়ের বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর