[email protected] বৃহঃস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
৩০ আশ্বিন ১৪৩২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ

সাইদুর রহমান

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫ ১২:১৩ এএম

সংগৃহীত ছবি

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ বৃহস্পতিবার।

সকাল ১০টায় দেশের সব শিক্ষা বোর্ড থেকে একযোগে ফল ঘোষণা করা হবে।

এরপর শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।

ঢাকা শিক্ষা বোর্ড জানায়, সব বোর্ডের ফল প্রস্তুত রয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক খন্দকার এহসানুল কবির বলেন, “ফলাফল একযোগে সকাল ১০টায় প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা অনলাইনে ও প্রতিষ্ঠানের মাধ্যমে ফল জানতে পারবে।”

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ২৬ জুন এবং শেষ হয় ১৩ আগস্ট।

তবে কয়েকটি বিষয়ের পরীক্ষা স্থগিত হওয়ায় নতুন সূচি অনুযায়ী পরে সেগুলো অনুষ্ঠিত হয়।

ফল কেমন হতে পারে—এমন প্রশ্নে অধ্যাপক এহসানুল কবির বলেন, এবার পূর্ণ সময়, পূর্ণমান ও পূর্ণ সিলেবাসে পরীক্ষা হয়েছে। তাই করোনাকালের ফলাফলের তুলনায় কিছুটা ভিন্নতা থাকতে পারে। তবে তা ফল প্রকাশের পরই বোঝা যাবে।”

এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করে।

এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। সারাদেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে অনুষ্ঠিত এই পরীক্ষায় প্রায় ২৭ হাজার শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

ফল জানার উপায়:
শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের ‘রেজাল্ট কর্নার’-এ গিয়ে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইএন নম্বর ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে পারবেন।

এছাড়া মোবাইল ফোনে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে। শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা কোনো সংবাদপত্র অফিসে সশরীরে গিয়ে ফল পাওয়া যাবে না বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

ফল পুনঃনিরীক্ষা:
এইচএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদন আগামী ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত গ্রহণ করা হবে। আবেদন পদ্ধতি শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর