বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা রাজধানীর শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করছেন।
২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধি, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবিতে বুধবার (১৫ অক্টোবর) দুপুরে শাহবাগ এলাকায় অবস্থান নেন তারা।
দুপুর ২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে শাহবাগে পৌঁছান শিক্ষকরা। এ সময় শাহবাগ মোড় ও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষকরা জানিয়েছেন, দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ ও কর্মবিরতি চলবে।
এর আগে সকাল থেকেই তারা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন। গতকাল (মঙ্গলবার) ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করেছিলেন আন্দোলনরত শিক্ষকরা।
বিক্ষোভে উপস্থিত শিক্ষকরা জানান, ২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধি ও নতুন প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কোনো শিক্ষক শ্রেণিকক্ষে ফিরবেন না।
এর আগে গত সোমবার থেকে পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদে এবং বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে সারা দেশে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। ফলে বিভিন্ন জেলায় স্কুল-কলেজে পাঠ কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর সরকার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ৫০০ টাকা বাড়ানোর ঘোষণা দেয়। শিক্ষকরা তা ‘অপর্যাপ্ত’ উল্লেখ করে প্রত্যাখ্যান করেন। পরে শিক্ষা মন্ত্রণালয় ৬ অক্টোবর অর্থ বিভাগে নতুন প্রস্তাব পাঠায়, যাতে বাড়িভাড়া অন্তত দুই থেকে তিন হাজার টাকায় উন্নীত করার সুপারিশ করা হয়।
বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকরা জাতীয় বেতনস্কেল অনুযায়ী বেতন পান। তারা মাসে ৫০০ টাকা চিকিৎসা ভাতা ও ১ হাজার টাকার বাড়িভাড়া ভাতা পান, যা সম্প্রতি ৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। এছাড়া বছরে দুটি উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ হারে পাচ্ছেন তারা।
এসআর
মন্তব্য করুন: