[email protected] মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
২৮ আশ্বিন ১৪৩২

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫ ৬:১৮ পিএম

সংগৃহীত ছবি

বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন।

আগামীকাল মঙ্গলবার দুপুরে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করবেন তারা। পাশাপাশি দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন নেতারা।

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চলাকালে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, “আজ রাতের মধ্যে যদি বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির বিষয়ে প্রজ্ঞাপন বা কোনো ঘোষণা না আসে, তাহলে লং মার্চসহ চলমান কর্মবিরতি কর্মসূচি অব্যাহত থাকবে।”

এরই মধ্যে সারা দেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সোমবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। একইসঙ্গে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চলছে।

শিক্ষকরা জানিয়েছেন, ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর