বাড়িভাড়া ও ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন দেশের বেসরকারি এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীরা।
আগামীকাল সোমবার (১৩ অক্টোবর) থেকে সারাদেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মবিরতি শুরু হবে।
‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর ব্যানারে আন্দোলনরত শিক্ষকরা রোববার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন।
জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, “আমাদের ওপর হামলার প্রতিবাদে এবং যৌক্তিক তিন দাবির বাস্তবায়ন না হওয়ায় আমরা আগামীকাল থেকে সারাদেশে ক্লাস বর্জন করছি।”
শিক্ষকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—
১️⃣ মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা প্রদান,
২️⃣ চিকিৎসাভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা,
৩️⃣ উৎসবভাতা মূল বেতনের ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশে উন্নীত করা।
এর আগে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি থেকে সোমবারের মধ্যে বাড়িভাড়া সংক্রান্ত প্রজ্ঞাপন জারির আলটিমেটাম দেন শিক্ষকরা। কিন্তু সেখানে পুলিশের সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিচার্জে বহু শিক্ষক আহত এবং কয়েকজন আটক হন।
এই ঘটনার প্রতিবাদেই নির্ধারিত সময়ের এক দিন আগে কর্মবিরতি কর্মসূচি শুরুর ঘোষণা দেন তারা।
জোটের নেতারা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে এবং প্রয়োজনে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।
এসআর
মন্তব্য করুন: