[email protected] শনিবার, ১১ অক্টোবর ২০২৫
২৬ আশ্বিন ১৪৩২

অধ্যাদেশের দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের ‘লং মার্চ টু শিক্ষা ভবন’ কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৫ ১১:২২ এএম

সংগৃহীত ছবি

অধ্যাদেশ জারির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।

শুক্রবার (১০ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছেন, আগামী সোমবার (১৩ অক্টোবর) তারা ‘লং মার্চ টু শিক্ষা ভবন’ কর্মসূচি পালন করবেন।

শিক্ষার্থীরা জানান, ২০২৪–২৫ শিক্ষাবর্ষে শুরু হওয়া তাদের এই আন্দোলন শুধু দাবি আদায়ের নয়, বরং এটি তাদের অস্তিত্বের লড়াই।

তাদের ভাষায়, “সাত কলেজের ইতিহাসে এত সুশৃঙ্খল, পরিকল্পিত ও পরিণত আন্দোলন আগে কখনও দেখা যায়নি। এখন আমরা আমাদের শেষ পদক্ষেপ নিতে প্রস্তুত।”

দাবির প্রসঙ্গে শিক্ষার্থীরা বলেন, “দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করে যাচ্ছি। দ্রুত সময়ের মধ্যে অধ্যাদেশ জারি করা হলে আমরা আবার পড়াশোনায় মনোনিবেশ করতে পারব।

কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত না আসায় আমাদের শিক্ষা জীবন অনিশ্চয়তার মুখে পড়েছে। তাই বাধ্য হয়েই আমরা নতুন কর্মসূচি গ্রহণ করেছি।”

শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দ্রুত জারি করে সরকার যেন তাদের পড়াশোনা নির্বিঘ্নে চালিয়ে যেতে সহায়তা করে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর