[email protected] বৃহঃস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
২৪ আশ্বিন ১৪৩২

প্রাথমিকের প্রধান শিক্ষকদের জন্য বড় সুখবর: ১০ম গ্রেডে উন্নীতকরণে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৫ ৪:৩৯ পিএম

সংগৃহীত ছবি

দেশের ৬৫ হাজার ৫০২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদোন্নতি দিয়ে ১০ম গ্রেডে উন্নীত করার নির্দেশ দিয়েছে সরকার।

এ বিষয়ে নির্দেশনা পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা-১৪ শাখার সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে মঙ্গলবার এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, এখন থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১০ম গ্রেড অনুযায়ী বেতন-ভাতা পাবেন। বর্তমানে প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকরা ১১তম গ্রেডে এবং প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকরা ১২তম গ্রেডে রয়েছেন।

শর্তসাপেক্ষে পদোন্নতি

তবে এই উন্নীতকরণ কার্যকর করতে কিছু শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে—

  • অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের সম্মতি গ্রহণ,
  • বেতন স্কেল নির্ধারণে অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগের ভূমিকা, এবং
  • প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির অনুমোদন নেওয়া।

এ ছাড়া পদোন্নতির বিষয়টি বিদ্যমান নিয়োগবিধিতে অন্তর্ভুক্ত করে সংশোধন করতে হবে, বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

প্রশিক্ষণবিহীনদের জন্য সময়সীমা

চিঠিতে আরও বলা হয়েছে, প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকরা সরকারি আদেশ জারির তারিখ থেকে ১৬ মাসের মধ্যে নির্ধারিত ‘Basic Training for Primary Teachers (BTPT)’ কোর্স সম্পন্ন করতে হবে।

পরবর্তী পদক্ষেপ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে, বেতন গ্রেড উন্নীতকরণের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সরকারি আদেশের একটি কপি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগে পাঠাতে।

অর্থ ও মর্যাদায় উন্নতি

এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে প্রাথমিক শিক্ষকদের দীর্ঘদিনের দাবি পূরণ হবে। এতে প্রধান শিক্ষকরা আর্থিকভাবে লাভবান হবেন এবং প্রশাসনিক মর্যাদাও বাড়বে বলে শিক্ষাবিষয়ক কর্মকর্তারা আশা করছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর