[email protected] মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
২১ আশ্বিন ১৪৩২

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগ কার্যক্রম স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৫ ১২:৫৮ এএম

সংগৃহীত ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে সরকার।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এসব পদে নিয়োগ ভবিষ্যতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে সম্পন্ন করা হবে।

সোমবার (৬ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়। আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উল্লিখিত পদগুলোর নিয়োগ প্রক্রিয়া স্থগিত থাকবে।

এর আগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেন, “যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব নিশ্চিত করতে অধ্যক্ষ ও প্রধান শিক্ষক নিয়োগ এনটিআরসিএর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।”

বর্তমানে সহকারী শিক্ষক নিয়োগ এনটিআরসিএর পরীক্ষার মাধ্যমে হয়ে থাকে।

তবে অধ্যক্ষ ও প্রধান শিক্ষকের মতো নেতৃত্বের পদগুলো এতদিন প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের মাধ্যমে নিয়োগ দেওয়া হতো। এসব নিয়োগে দুর্নীতি, স্বজনপ্রীতি ও অযোগ্যতা নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনা ছিল।

সম্প্রতি সরকার এমপিওভুক্ত স্কুল-কলেজে কর্মচারী নিয়োগ পদ্ধতিও পরিবর্তন করেছে। নতুন নীতিমালা অনুযায়ী, এসব নিয়োগ জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত কমিটির মাধ্যমে সম্পন্ন হবে—যেখানে কোনো পরিচালনা পর্ষদের সদস্য থাকতে পারবেন না।

শিক্ষা মন্ত্রণালয় বলছে, ভবিষ্যতে সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নেতৃত্বের পদে নিয়োগ এনটিআরসিএর মাধ্যমে দেওয়া হলে যোগ্যতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর