[email protected] সোমবার, ৬ অক্টোবর ২০২৫
২১ আশ্বিন ১৪৩২

কুবিতে ‘প্রভাতী’র আনুষ্ঠানিক যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৫ ৮:১৭ পিএম

আহ্বায়ক আবদুল্লাহ তারেক ও সদস্য সচিব  হাসিবুর রহমান নিলয়,

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ও কুমিল্লার শিক্ষার্থীদের মৌলিক অধিকার রক্ষা, সংরক্ষণ ও বাস্তবায়নের লক্ষ্যে সামাজিক সংগঠন ‘প্রভাতী’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

সোমবার (৬ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটির আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হয়।

সংগঠনটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন গণিত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আহমাদ আবদুল্লাহ তারেক। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন ফখর উদ্দিন রাজি, ইমন, ইন্দ্রজিত মণ্ডল, আফরিন আক্তার ও জিয়া ফাহিম। সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন গণিত বিভাগের শিক্ষার্থী মো. হাসিবুর রহমান নিলয়, আর যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন রুহুল আমিন, ফাহমিদা আফরিন ও অনামিকা দাস।

এছাড়া সংগঠনের সদস্য হিসেবে রয়েছেন—সুমাইয়া আক্তার মিম, শাকিল আহমেদ, মাইনুল ইসলাম, মো. এম এইচ মিসকাত, মারুফুর রহমান, হামিম আহমেদ, মো. সাজল, আদনান হোসেন, ভাবনা ইসলাম, নাবিলা সুলতানা, সাকিব মিয়া, নাহিদ হাসান অনিক, মো. সিফাত উল্লাহ, রিফাত সরকার, আবু সাঈদ ফারহাবি, হাবিবুল্লাহ মিসবাহ, আবু হানিফ বিন মোমিন, মাহাবুব হাসান, সাবরিনা তাসনিম, বি. এম. ফয়সাল আয়ুব, বায়েজিদ আহমেদ, মারিয়া দেওয়ান, মো. ইসমাঈল হোসেন ভূঁইয়া মিতুল, মো. ইমতিয়াজ হাকিম, তাওহীদ আহমেদ, তামান্না খাঁনম, তামান্না ইসলাম, কে. এম. মুক্তাদির আল মুঈদ, সাব্বির আহমেদ, শাহরিয়ার নাজিম বাধন ও আসিফ রায়হান আবির।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রভাতী’ বিশ্বাস করে যে প্রতিটি শিক্ষার্থী শিক্ষা, স্বাস্থ্য, আবাসন ও নিরাপত্তাসহ সকল মৌলিক অধিকারের অধিকারী। শিক্ষার্থীরা যদি কোথাও এসব অধিকার থেকে বঞ্চিত হয়, তবে সেই অধিকারের নিশ্চয়তায় কার্যকর ভূমিকা রাখবে সংগঠনটি।

এছাড়া ‘প্রভাতী’ পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে শিক্ষার্থীদের মৌলিক চাহিদা পূরণ, দুর্যোগকালীন সহায়তা, জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে।

সংগঠনটি ন্যায়, সমতা ও অধিকারের নিশ্চয়তায় শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর