নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক পবিত্র কুরআন অবমাননার ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।
এ সময় তারা অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
রবিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দেন -‘আল-কুরআনের অপমান, সইবে না রে মুসলমান’, ‘কুরআন অবমাননাকারীর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও’, ‘ফাঁসি চাই, ফাঁসি চাই— অপূর্বের ফাঁসি চাই’ ইত্যাদি।
ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নাঈম ভূঁইয়া বলেন, “গতকালের ভিডিওটি দেখে সবার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। বারবার এমন ঘটনা ঘটছে, কিন্তু এর স্থায়ী সমাধান নেই।
যারা এ ধরনের ধর্ম অবমাননা করে, তারা নির্দিষ্ট একটি উদ্দেশ্য নিয়েই কাজ করে। সরকারের উচিত ধর্ম অবমাননাকারীদের জন্য সুনির্দিষ্ট আইন প্রণয়ন করে কঠোর শাস্তির ব্যবস্থা করা।”
লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম বলেন, “পবিত্র কুরআন মানবজাতির আলোকিত দিশারী।
কুরআন অবমাননা গভীরভাবে আঘাত করে মুসলমানদের হৃদয়ে। যারা এমন করছে, তারা আদর্শিকভাবে পরাজিত হয়ে উসকানিমূলক কাজ করছে। সরকারকে উচিত এই ধরনের ঘটনার পেছনের ইন্ধনদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনা।”
গণিত বিভাগের শিক্ষার্থী গোলাম মুস্তফা বলেন, “নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল যে কুরআন অবমাননা করেছে, তা আমাদের হৃদয়ে আঘাতের সমান।
বারবার এমন ঘটনার অন্যতম কারণ হচ্ছে কঠোর আইন না থাকা। সরকার দ্রুত আইন প্রণয়ন করে ধর্ম অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুক।”
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি গোলচত্বর থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে গিয়ে শেষ হয়।
উল্লেখ্য, গতকাল (৪ অক্টোবর) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী অপূর্ব পালের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে তাকে কুরআন অবমাননা করতে দেখা যায় বলে অভিযোগ ওঠে।
ঘটনাটি ভাইরাল হলে দেশজুড়ে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। ইতোমধ্যে ভাটারা থানা পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
এসআর
মন্তব্য করুন: