[email protected] রবিবার, ৫ অক্টোবর ২০২৫
২০ আশ্বিন ১৪৩২

আজ বিশ্ব শিক্ষক দিবস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৫ ৬:৫৫ এএম

ফাইল ছবি

আদর্শ শিক্ষকরা আলোর দিশারি।

আজ ৫ অক্টোবর রবিবার বিশ্ব শিক্ষক দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে।

এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে:

শিক্ষকতাকে একটি সহযোগী পেশা হিসেবে পুনর্গঠন’।

এই প্রতিপাদ্যটি বাংলাদেশের চলমান শিক্ষাব্যবস্থার সংস্কার ও নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের ক্ষেত্রে অত্যন্ত সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ।

বৈশ্বিক প্রেক্ষাপট ও মূল ধারণা : এ বছরের বিশ্ব শিক্ষক দিবসের মূল সুর হলো শিক্ষকদের বিচ্ছিন্নতা থেকে বের করে এনে একটি সহযোগী ও সম্মিলিত পেশাগত পরিচয়ে প্রতিষ্ঠিত করা।

এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে শিক্ষা মন্ত্রণালয় ‘বিশ্ব শিক্ষক ২০২৪’ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

বিশ্ব শিক্ষক দিবস ১৯৯৫ সাল থেকে ইউনেস্কোর উদ্যোগে প্রতি বছর ৫ অক্টোবর পালিত হয়ে আসছে।

এই দিবসটি মূলত শিক্ষা ও উন্নয়নে শিক্ষকদের অসামান্য ভূমিকার স্বীকৃতি জানাতেই উদ্‌যাপন করা হয়। বর্তমানে বিশ্বের প্রায় ১০০টি দেশে এ দিবসটি উদ্‌যাপন করা হয়ে থাকে। দিবসটির সফল বাস্তবায়নে আন্তর্জাতিক শিক্ষা সংগঠন এডুকেশন ইন্টারন্যাশনাল এবং তাদের ৪০১টি সদস্য সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর