[email protected] বুধবার, ১ অক্টোবর ২০২৫
১৬ আশ্বিন ১৪৩২

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ অক্টোবর ২০২৫ ৫:৪৬ পিএম

সংগৃহীত ছবি

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাতা বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন দিয়েছেন শিক্ষা উপদেষ্টা।

প্রস্তাবটি আগামী রোববার অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

শিক্ষক-কর্মচারীরা তাদের মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাতা দাবি করলেও শিক্ষা মন্ত্রণালয় থেকে ৫, ১০, ১৫ এবং ২০ শতাংশ হার ধরে প্রস্তাব তৈরি করা হয়েছে।

এ প্রস্তাবে শিক্ষা উপদেষ্টার অনুমোদন পাওয়া গেছে। এখন অর্থ মন্ত্রণালয় যে হারে সম্মতি দেবে, সেই হারেই বাড়ি ভাতা পাবেন শিক্ষক-কর্মচারীরা।

এর আগে গত ১৩ আগস্ট জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এমপিওভুক্ত প্রতিষ্ঠান জাতীয়করণপ্রত্যাশী জোটের মহাসমাবেশ থেকে শিক্ষক-কর্মচারীরা বাড়ি ভাতা ২০ শতাংশ করার দাবি জানান।

এ দাবি ১০ অক্টোবরের মধ্যে পূরণ না হলে ১২ অক্টোবর থেকে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর