[email protected] মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
১৫ আশ্বিন ১৪৩২

শিক্ষক নিয়োগে এনটিআরসিএর নতুন সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ৭:৫৮ পিএম

সংগৃহীত ছবি

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মচারী নিয়োগের ক্ষমতা হারানোর পর এবার প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগেও পরিবর্তন আসছে।

আর এসব পদে আর পরিচালনা পর্ষদ বা ‘ম্যানেজিং কমিটি’ ও ‘গভর্নিং বডি’ নিয়োগ দিতে পারবে না।

শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নিয়োগের নতুন প্রক্রিয়া চালু করতে ইতিমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে।

এই কমিটিতে শিক্ষা মন্ত্রণালয়, এনটিআরসিএ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধিরা থাকবেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঢাকায় আয়োজিত এক কর্মশালায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, আগে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি নিয়োগ দিত।

এখন এ পদগুলোতে সরকার নিয়োগ দেবে। তবে কোন প্রক্রিয়ায় এবং কোন কর্তৃপক্ষের মাধ্যমে এ নিয়োগ দেওয়া হবে, তা এখনও চূড়ান্ত হয়নি।

তিনি আরও জানান, নতুন নীতিমালা প্রণয়নের আগে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হয়েছে।

এদিকে সোমবার জারি করা এক পরিপত্রে বেসরকারি স্কুল ও কলেজের কর্মচারী নিয়োগে ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতির পরিবর্তে জেলা প্রশাসককে (ডিসি) নিয়োগ সুপারিশ কমিটির সভাপতি করার সিদ্ধান্ত দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

কর্মশালায় এনটিআরসিএ সদস্য এরাদুল হক, মুহম্মদ নূরে আলম সিদ্দিকী, পরিচালক তাসনিম জেবিন বিনতে শেখ, সচিব এ এম এম রিজওয়ানুল হকসহ বিভিন্ন কর্মকর্তা ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর