জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ৪র্থ বর্ষের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়—
পরীক্ষা শেষে নির্ধারিত কোর্স কোড অনুযায়ী ইএমএস সফটওয়্যারে নম্বর এন্ট্রি দিতে হবে। নম্বর পাঠানোর আগে তথ্য ভালোভাবে যাচাই করতে হবে, কারণ একবার সার্ভারে পাঠানো হলে তা আর সংশোধন করা যাবে না।
এছাড়া ব্যবহারিক পরীক্ষার বিল এন্ট্রির ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম মানতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখা কর্তৃক নির্ধারিত লিংকে প্রবেশ করে পরীক্ষকদের তথ্য সংযোজন ও কনফার্ম করতে হবে। নির্ধারিত সময় শেষে (২৯ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বরের মধ্যে) লিংক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার স্বচ্ছতা ও সুষ্ঠুতা নিশ্চিতে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিয়ম ভঙ্গের ক্ষেত্রে কোনো প্রকার শিথিলতা দেখানো হবে না।
এসআর
মন্তব্য করুন: