চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১৯ অক্টোবরের মধ্যে প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড।
সোমবার (২৯ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, এখনো খাতা মূল্যায়ন চলছে। তিনি বলেন, “ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ এখনও ঠিক হয়নি। তবে খাতা মূল্যায়ন শেষে দ্রুত ফল প্রকাশ করা হবে। আশা করছি ১৯ অক্টোবরের মধ্যেই ফল প্রকাশ সম্ভব।”
গত ১৯ আগস্ট লিখিত পরীক্ষা এবং ৩১ আগস্ট ব্যবহারিক পরীক্ষা শেষ হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র ও ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী।
পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করার নিয়ম রয়েছে। তবে তিনবার পরীক্ষা পেছানোয় মূল্যায়নে দেরি হচ্ছে বলে জানিয়েছেন বোর্ড কর্তৃপক্ষ।
এবার সারা দেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। বোর্ডভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা:
কারিগরি বোর্ড: ১ লাখ ৯ হাজার ৬১১
এসআর
মন্তব্য করুন: