[email protected] সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
১৪ আশ্বিন ১৪৩২

ইউজিসির তিন সদস্যের প্রতিনিধি দল এশিয়ান ইউনিভার্সিটিতে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ৮:২৩ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) তিন সদস্যের একটি প্রতিনিধি দল সোমবার (২৯ সেপ্টেম্বর) এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এউবি) আশুলিয়ার স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেছেন।

ইউজিসির সদস্য অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূঁইয়া এবং সহকারী পরিচালক বি. এম. সোহেল রানা।

প্রতিনিধি দলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের বিভিন্ন ক্লাসরুম, ল্যাবরেটরি ও নতুন লাইব্রেরি ঘুরে দেখেন।

এ সময় তারা এউবির মেডিকেল সেন্টার, শিক্ষার্থী ক্লাব অফিস এবং শিক্ষক কমনরুম সম্পর্কেও খোঁজখবর নেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এউবির প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মোহাম্মদ সাদেক; বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাফর সাদেক; উপাচার্য এমিরেটাস প্রফেসর ড. শাহজাহান খান; ট্রেজারার অধ্যাপক মো. নুরুল ইসলাম; রেজিস্ট্রার এম. এ. মোতালেব চৌধুরীসহ বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর প্রমুখ। 

প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, অবকাঠামো, গবেষণা অগ্রগতি ও সামগ্রিক শিক্ষা পরিবেশ পর্যালোচনা করে শিক্ষা মানোন্নয়ন ও ধারাবাহিক উন্নয়নে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ইউজিসি দলের সামনে শিক্ষা, গবেষণা এবং শিক্ষার্থীদের কল্যাণে গৃহীত উদ্যোগ তুলে ধরেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর