[email protected] মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
১৬ পৌষ ১৪৩১

ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৪ ৮:৩৭ পিএম
আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৪ ৮:৪৭ পিএম

লোগো জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেয়া হবে।

এই লক্ষ্যে আগামী ২৬ সেপ্টেম্বরের এর মধ্যে তালিকা পাঠাতে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গত ৪ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর  সভাপতিত্বে সিন্ডিকেটের জরুরী সভায় সর্বসম্মত সিদ্ধান্তক্রমে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে আর্থিক সহায়তা প্রদানের এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ ধারাবাহিকতায় নিহত শিক্ষার্থীদের বিস্তারিত তথ্য চেয়ে গত ১২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং এন্ড ইভালুয়েশন দপ্তর থেকে সংশ্লিষ্ট সকল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে এ সংক্রান্ত চিঠি প্রেরণ করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে স্নাতক (পাস), স্নাতক (সম্মান), স্নাতকোত্তর ও প্রফেশনাল কোর্সে অধ্যয়নরত অবস্থায় ২০২৪-এর জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে সকল শিক্ষার্থী শহীদ হয়েছেন তাদের তালিকা স্ব স্ব কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ের ছক অনুযায়ী তথ্য ও ঘটনা যাচাই করে অনলাইনে (http://www.nubd.info/college/login.php) ২৬ সেপ্টেম্বরের মধ্যে পাঠাতে হবে। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) থেকে পাওয়া যাবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর