আশুলিয়াকে উচ্চ শিক্ষার অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এলাকায় অবস্থিত পাঁচটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারদের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ সেপ্টেম্বর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে অংশ নেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির উপাচার্যগণ।
সভায় একাডেমিক ও গবেষণা সহযোগিতা, পরিবেশ ও যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন, লাইব্রেরি ও অন্যান্য সম্পদ ভাগাভাগি এবং সরকারি দপ্তর ও স্থানীয় ব্যক্তিদের সম্পৃক্ত করার বিষয়ে আলোচনা হয়। এ লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের সিদ্ধান্ত নেওয়া হয়।
শিক্ষাবিদরা মনে করেন, এ ধরনের সমন্বিত উদ্যোগ আশুলিয়াকে দেশের উচ্চশিক্ষা কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।
এসআর
মন্তব্য করুন: