ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য নীলক্ষেতে ব্যালট পেপার ছাপানোর বিষয়ে ব্যাখ্যা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ডাকসু নির্বাচন কমিশন।
রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাস রুমে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এ বিষয়ে বিস্তারিত জানান।
তিনি বলেন, সহযোগী ভেন্ডর নীলক্ষেতে ২২ রিম কাগজ ব্যবহার করে ৮৮ হাজার ব্যালট ছাপে। প্রিন্টিং, কাটিং ও প্রি-স্ক্যানের পর ৮৬ হাজার ২৪৩টি ব্যালট সিলগালা করে বিশ্ববিদ্যালয়ে হস্তান্তর করা হয়। অতিরিক্ত ব্যালট প্রচলিত নিয়মে ধ্বংস করা হয়েছে বলে ভেন্ডর প্রশাসনকে জানিয়েছে।
নিরাপত্তা নিশ্চিত করতে পুরো প্রক্রিয়ায় একাধিক ধাপ অনুসরণ করা হয়েছে।
উপাচার্য জানান, রেকর্ড সংখ্যক ভোটার ও প্রার্থী থাকায় দ্রুততম সময়ে ব্যালট সরবরাহের স্বার্থে মূল ভেন্ডরের সঙ্গে সমযোগ্য একটি সহযোগী প্রতিষ্ঠানকেও একই টেন্ডারের আওতায় কাজের অনুমতি দেওয়া হয়।
তবে নীলক্ষেতে ছাপানোর বিষয়টি ব্যস্ততার কারণে বিশ্ববিদ্যালয়কে জানানো হয়নি বলে সংশ্লিষ্ট ভেন্ডর স্বীকার করেছে।
তিনি আরও বলেন, ব্যালট কোথায় বা কতসংখ্যায় ছাপা হয়েছে, তা নির্বাচনকে প্রভাবিত করে না। কারণ ব্যালট ভোটের জন্য প্রস্তুত করতে কাটিং, সুরক্ষা কোড, ওএমআর স্ক্যান, এবং রিটার্নিং কর্মকর্তাদের সিল ও স্বাক্ষরসহ একাধিক ধাপ সম্পন্ন করতে হয়। এসব ধাপ নিশ্চিত করেই নির্বাচনে ব্যবহার করা হয়েছে।
এসআর
মন্তব্য করুন: