[email protected] শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
১২ আশ্বিন ১৪৩২

টানা ১৬ দিনের ছুটির সুযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ৭:২৩ পিএম

সংগৃহীত ছবি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রোববার (২৮ সেপ্টেম্বর) থেকে ছুটি শুরু হচ্ছে।

চলবে আগামী ৭ অক্টোবর পর্যন্ত। এর পর ৮ ও ৯ অক্টোবর (বুধবার ও বৃহস্পতিবার) যদি কেউ ব্যক্তিগতভাবে ছুটি নেন, তবে ১০ ও ১১ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত হয়ে মোট ১৬ দিনের টানা ছুটি ভোগের সুযোগ তৈরি হবে।

মন্ত্রণালয় সূত্র জানায়, এবারের দুর্গাপূজায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ৯ দিন বন্ধ থাকবে। তবে সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ছুটি থাকবে ১২ দিন। বিপরীতে মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্ধারিত ছুটি মাত্র দুই দিন।

শিক্ষাপঞ্জি অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটি শুরু হয়েছে ২৮ সেপ্টেম্বর থেকে। তার আগে ২৬ ও ২৭ সেপ্টেম্বর ছিল শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি। ফলে শিক্ষার্থীরা আসলে ২৬ সেপ্টেম্বর থেকেই বিরতিতে গেছে। আগামী ৭ অক্টোবর ছুটি শেষে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হবে।

একইভাবে মাধ্যমিক বিদ্যালয় ও কলেজেও ছুটি থাকবে ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত। সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় শিক্ষার্থীরা মোট ১২ দিনের ছুটি ভোগ করবে। তবে তাদের ক্লাস শুরু হবে ৮ অক্টোবর থেকে।

শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয়, সরকারি চাকরিজীবীরাও টানা ছুটির আনন্দ পাবেন। আগামী ১ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি থাকবে, ২ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি, এরপর ৩ ও ৪ অক্টোবর শুক্র ও শনিবারের নিয়মিত ছুটি মিলিয়ে তারা টানা ৪ দিন অবকাশ উপভোগ করতে পারবেন।

সব মিলিয়ে এবারের দুর্গাপূজায় শিক্ষার্থী ও চাকরিজীবীদের জন্য মিলতে পারে দীর্ঘ বিরতির স্বাদ। পরিকল্পনা অনুযায়ী ছুটি বাড়িয়ে নিলে তা হতে পারে টানা ১৬ দিনের।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর