[email protected] শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
১১ আশ্বিন ১৪৩২

লম্বা ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান, পরীক্ষা না নেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ৩:১৪ পিএম

সংগৃহীত ছবি

শারদীয় দুর্গাপূজাসহ বিভিন্ন ধর্মীয় উৎসব উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টানা ছুটি শুরু হচ্ছে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে।

এ ছুটির সঙ্গে যুক্ত হয়েছে ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মী পূজার ছুটি।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯ দিন, মাধ্যমিক ও নিম্নমাধ্যমিকে ১২ দিন এবং সরকারি-বেসরকারি কলেজ ও টিটি কলেজে সাপ্তাহিক ছুটিসহ সর্বোচ্চ ১৪ দিন ছুটি থাকবে। তবে সাপ্তাহিক বন্ধ থাকায় অনেক প্রতিষ্ঠানে কার্যত ২৬ সেপ্টেম্বর থেকেই ছুটি শুরু হচ্ছে।

মাদরাসা শিক্ষাপঞ্জি অনুযায়ী, মাদরাসায় ছুটি শুরু হবে ৩০ সেপ্টেম্বর এবং ক্লাস শুরু হবে ৫ অক্টোবর থেকে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই ছুটির সময় কোনো পরীক্ষার তারিখ নির্ধারণ করা যাবে না। শিক্ষার্থীদের যাতে নির্বিঘ্নে ছুটি উপভোগ করতে পারে সে বিষয়ে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা দেওয়া হয়েছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর