[email protected] বৃহঃস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
৯ আশ্বিন ১৪৩২

জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীদের জন্য ৬ নির্দেশনা মাউশির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ৩:১০ এএম

সংগৃহীত ছবি

আগামী ২১ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২৪ ডিসেম্বর পর্যন্ত চলবে জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫।

এ উপলক্ষে পরীক্ষার্থীদের জন্য বিশেষ ৬ দফা নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

নির্দেশনাগুলো হলো—
১. পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কক্ষে আসন গ্রহণ করতে হবে।
২. প্রশ্নপত্রে উল্লেখিত সময় মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ১ ঘণ্টা ৩০ মিনিট করে মোট তিন ঘণ্টার পরীক্ষা হবে।
৩. প্রবেশপত্র প্রতিষ্ঠানপ্রধানের কাছ থেকে পরীক্ষা শুরুর কমপক্ষে সাত দিন আগে সংগ্রহ করতে হবে।
৪. উত্তরপত্রের ওএমআর ফরমে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড সঠিকভাবে পূরণ করতে হবে এবং কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
৫. পরীক্ষায় বোর্ড অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
৬. কেন্দ্রসচিব ছাড়া অন্য কেউ পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক ডিভাইস আনতে পারবে না।

এর আগে, ১৪ সেপ্টেম্বর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) পরীক্ষার প্রশ্নপত্রের ধরন ও নম্বর বণ্টন প্রকাশ করে। বাংলা, ইংরেজি ও গণিতে ১০০ নম্বর করে, বিজ্ঞানে ৫০ এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ৫০ নম্বরসহ মোট ৪০০ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষার সময় তিন ঘণ্টা। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর