[email protected] বৃহঃস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
৯ আশ্বিন ১৪৩২

কুবি হাল্ট প্রাইজের ক্যাম্পাস ডিরেক্টর নির্বাচিত আনিকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ৯:১৮ পিএম

সংগৃহীত ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আনিকা তাবাসসুম সাদিয়া হাল্ট প্রাইজ ২০২৫-২৬ এর ক্যাম্পাস ডিরেক্টর নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) কুবি হাল্ট প্রাইজের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ে পাঁচবার এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ষষ্ঠবারের মতো আয়োজিতব্য এ আসরের নেতৃত্ব দেবেন আনিকা।

দায়িত্ব পাওয়ার অনুভূতি জানিয়ে আনিকা তাবাসসুম সাদিয়া বলেন, “হাল্ট প্রাইজ বিশ্বের সবচেয়ে বড় বিজনেস আইডিয়া প্রতিযোগিতা।

গত দুই বছর ধরে আমি এর সঙ্গে যুক্ত আছি, আর শুরু থেকেই এই আয়োজনের নেতৃত্ব দেওয়ার স্বপ্ন ছিল। এ বছর সেটি পূরণ হয়েছে।

তিনি আরও বলেন, “বিশ্বের প্রায় তিন হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে কেবল নিজেকে নয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়কেও গ্লোবালি রিপ্রেজেন্ট করতে পারা আমার জন্য গর্বের বিষয়। আমি বিশ্বাস করি, এ বছরও আয়োজনটি নতুন সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করবে।

উল্লেখ্য, হাল্ট প্রাইজ একটি আন্তর্জাতিক যুব উদ্যোক্তা প্রতিযোগিতা, যার কার্যক্রম চলছে বিশ্বের ১২১টিরও বেশি দেশে প্রায় তিন হাজার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। প্রতি বছর সেরা বিজনেস আইডিয়ার জন্য বিজয়ী দলকে প্রদান করা হয় ১ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর