প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অফলাইনে বদলি ও সংযুক্তি কার্যক্রম স্থগিত রয়েছে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন) মাহফুজা খাতুন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।
পত্রে উল্লেখ করা হয়, শিক্ষকদের বদলি সংক্রান্ত বিষয়ে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ ও দপ্তরের কর্মকর্তা টেলিফোনে কিংবা সরাসরি সুপারিশ করে থাকেন। এছাড়া অনেক শিক্ষক অনুমতি ছাড়া অধিদপ্তরে এসে মহাপরিচালক বরাবর সরাসরি আবেদন জমা দিচ্ছেন। এতে একদিকে দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে, অন্যদিকে বিদ্যালয়ে নিয়মিত পাঠদানও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে প্রশাসনিক শৃঙ্খলা ও চেইন অব কমান্ড ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় চলতি বছরের ২০ জুলাই থেকে অফলাইন বদলি/সংযুক্তি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। তাই নতুন নির্দেশনায় শিক্ষকদের প্রতি আবেদন করা হয়েছে—
ইতিমধ্যে পত্রের অনুলিপি দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বিভাগীয় উপপরিচালক, উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভাগীয় দপ্তরে প্রেরণ করা হয়েছে।
এসআর
মন্তব্য করুন: