চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ১২ অক্টোবরের পরিবর্তে এই নির্বাচন অনুষ্ঠিত হবে ১৫ অক্টোবর।
প্রার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন সচিব অধ্যাপক একেএম ফরিফুল হক সিদ্দিকী এ তথ্য জানান।
চাকসু নির্বাচনে বিভিন্ন পদে বিপুলসংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহসভাপতি (ভিপি) পদে ২৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) ২২ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) ২২ জন, খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক ১২ জন, সহ-খেলাধুলা সম্পাদক ১৫ জন, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক ১৮ জন, সহ-সম্পাদক ১৬ জন, দপ্তর সম্পাদক ১৮ জন ও সহ-দপ্তর সম্পাদক ১৪ জন প্রার্থী হয়েছেন।
এ ছাড়া ছাত্রীকল্যাণ সম্পাদক (নারী সংরক্ষিত) পদে ১২ জন, সহ-ছাত্রীকল্যাণ সম্পাদক পদে ১১ জন, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক ১১ জন, গবেষণা ও উন্নয়ন সম্পাদক ১৩ জন, সমাজসেবা ও পরিবেশ সম্পাদক ২০ জন, স্বাস্থ্য সম্পাদক ১৭ জন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ১৭ জন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক ১৬ জন, যোগাযোগ ও আবাসন সম্পাদক ২০ জন, সহ-যোগাযোগ সম্পাদক ১৪ জন, আইন ও মানবাধিকার সম্পাদক ১১ জন, পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক ২১ জন এবং নির্বাহী সদস্য ৫টি পদের বিপরীতে ৮৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অন্যদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনও পেছানো হয়েছে। ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে এ নির্বাচন অনুষ্ঠিত হবে ১৬ অক্টোবর।
রাবি প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান পরিস্থিতি নির্বাচন অনুষ্ঠানের অনুকূলে নয়। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলায় এবং নির্বাচনী দায়িত্ব পালনে প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা-কর্মচারীর অংশগ্রহণ নিশ্চিত না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এসআর
মন্তব্য করুন: