[email protected] মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
৮ আশ্বিন ১৪৩২

আ.লীগের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা ভিপি সাদিক কায়েমের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ৪:৪৩ পিএম

সংগৃহীত ছবি

আওয়াম লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে আয়োজিত এক কর্মসূচিতে তিনি এ ঘোষণা দেন।

সাদিক কায়েম বলেন, “প্রধান উপদেষ্টার সফরসঙ্গীর ওপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সন্ত্রাসী হামলা চালিয়েছে। আমরা এ হামলার তীব্র নিন্দা জানাই।”

তিনি আরও বলেন, “গত এক বছরে আমরা বারবার বলেছি—বাংলাদেশে যারা ফ্যাসিবাদ কায়েম করেছে, জুলাই মাসে গণহত্যা চালিয়েছে এবং বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর নির্যাতন করেছে, তাদের বিচার করতে হবে। গত ১৬ বছরে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলোর মাধ্যমে সংঘটিত সব হত্যাকাণ্ড ও গণহত্যারও বিচার হতে হবে।”

ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম বলেন, “আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ও ডাকসু আওয়ামী লীগ এবং ছাত্রলীগের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি।”

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর