কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কলা ও মানবিক অনুষদের দুই বিভাগে অধ্যয়নরত ১২ জন মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০৮ নম্বর কক্ষে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. বনানী বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। এসময় ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এম. এম. শরিফুল করীম, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকীসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন এবং বৃত্তি প্রাপ্তদের সাফল্য ধরে রাখার আহ্বান জানান। তারা বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থীকে উৎসাহিত করবে।
উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “এই বৃত্তি কেবল আর্থিক সহায়তা নয়, এটি একটি স্বীকৃতি। আশা করি, শিক্ষার্থীরা তাদের সাফল্য অব্যাহত রাখবে এবং অন্যদের জন্যও উদাহরণ তৈরি করবে।”
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. বনানী বিশ্বাস বলেন, “স্কলারশিপ প্রদানের জন্য ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ে নীতিমালা তৈরি করা হয়েছে। এটি সিন্ডিকেটে অনুমোদিত হলে শিক্ষার্থীদের জন্য আরও স্বচ্ছভাবে বৃত্তি প্রদান করা সম্ভব হবে।”
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ রাজিব ও পূর্ণি আক্তার।
এসআর
মন্তব্য করুন: