রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন আগামী ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাকসু নির্বাচন কমিশন ২০২৫-এর পূর্ণাঙ্গ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় বলা হয়, বর্তমান পরিস্থিতি নির্বাচনের জন্য অনুকূল নয়।
বিজ্ঞপ্তিতে দুটি কারণ উল্লেখ করা হয়েছে—
১. বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলছে।
২. নির্বাচনী দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর অংশগ্রহণ নিশ্চিত করা যায়নি।
কমিশন জানিয়েছে, উপরোক্ত বিবেচনায় নির্বাচনকে উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে পূর্বনির্ধারিত তারিখ পরিবর্তন করে আগামী ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) রাকসু, হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হবে।
এসআর
মন্তব্য করুন: