যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদারের লক্ষ্যে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) এবং চীনের নানজিং ফরেস্ট্রি ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) এ চুক্তিতে রাবিপ্রবির পক্ষে উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান এবং নানজিং ফরেস্ট্রি ইউনিভার্সিটির কলেজ অব লাইফ সায়েন্সের ডীন প্রফেসর ড. ফুয়ুয়ান ঝু স্বাক্ষর করেন।
রাবিপ্রবি জানায়, এই সমঝোতার মাধ্যমে যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থীদের স্বল্পমেয়াদি প্রশিক্ষণ ও স্নাতকোত্তর এবং ডক্টরেট পর্যায়ের গবেষণার সুযোগ বৃদ্ধি পাবে।
পাশাপাশি দুই বিশ্ববিদ্যালয়ে সায়েন্টিফিক কনফারেন্স আয়োজন, গবেষণা প্রকল্প মূল্যায়ন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতেও সহযোগিতা করা হবে।
স্বাক্ষর অনুষ্ঠানে রাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আতিয়ার রহমান বলেন, বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি দুই দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণায় সহযোগিতা আরও বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, এ সমঝোতা স্মারক আগামী তিন বছরের জন্য কার্যকর থাকবে এবং পরবর্তীতে উভয় বিশ্ববিদ্যালয়ের সম্মতিতে নবায়নযোগ্য।
এসআর
মন্তব্য করুন: