[email protected] রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
৬ আশ্বিন ১৪৩২

আন্দোলনের মুখে রাবিতে পোষ্য কোটা স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫ ১:৫৫ এএম

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে প্রাতিষ্ঠানিক সুবিধা নিয়ে ভর্তির কার্যক্রম স্থগিত করা হলো।

পাশাপাশি সার্বিক পরিস্থিতি পর্যালোচনার জন্য রোববার জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ১০টি শর্তে পোষ্য কোটা ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়, যা শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করে আন্দোলনে নামেন।

শনিবার বিকেলে এ আন্দোলন উত্তপ্ত হয়ে ওঠে—সহ-উপাচার্যের গাড়ি আটকানো, ভবনে তালা ঝুলানো এবং ধস্তাধস্তির ঘটনাও ঘটে।

অবশেষে গভীর রাতে শিক্ষার্থীদের অব্যাহত বিক্ষোভের মুখে কোটা স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর