কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাংস্কৃতিক সংগঠন প্রতিবর্তনে আগামীকাল (২০ সেপ্টেম্বর) আয়োজন করতে যাচ্ছে তাদের অষ্টম কর্মশালা।
দিনব্যাপী এই কর্মশালা বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলার ১২ নং কক্ষে নবীন সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে। এতে কণ্ঠসংগীত, নৃত্য এবং যন্ত্রসংগীত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির সভাপতি উম্মে হাবিবা শান্তা।
দিনব্যাপী কর্মশালায় নৃত্যশিল্পী হিসেবে প্রশিক্ষণ দেবেন কুমিল্লা জেলা বাংলাদেশ শিশু একাডেমির নৃত্য প্রশিক্ষক ও নৃত্যম ললিতকলা একাডেমির পরিচালক জাহিদুর রহমান মামুন।
কণ্ঠসংগীতে থাকবেন ব্যান্ড চিরকুট-এর কিবোর্ডিস্ট ও গান বাংলার ফিচার আর্টিস্ট মো. ইয়ার হোসাইন। এছাড়া যন্ত্রসংগীত বিষয়ে প্রশিক্ষণ দেবেন প্রতিবর্তনে’র সাবেক সভাপতি এবং ব্যান্ড ব্রেক ভ্যান-এর ভোকাল ও লিড গিটারিস্ট ওয়াসী মজুমদার।
প্রতিবর্তনে’র সভাপতি উম্মে হাবিবা শান্তা বলেন, “প্রতিবছরের মতো এবারও আমরা কর্মশালা আয়োজন করছি। এর মূল উদ্দেশ্য হলো অংশগ্রহণকারীদের নতুন জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতার সাথে পরিচিত করা এবং বাস্তব জীবনে তার প্রয়োগ সম্পর্কে ধারণা দেওয়া।”
তিনি আরও জানান, সংগঠনটির মোট ছয়টি বিষয়ের মধ্যে শনিবার তিনটি (নৃত্য, কণ্ঠসংগীত, যন্ত্রসংগীত) নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হবে।
বাকি তিনটি বিষয়—আবৃত্তি, চিত্রাঙ্কন ও মঞ্চসজ্জা এবং ব্যবস্থাপনা ও সাংগঠনিক দক্ষতা—নিয়ে আগামী মাসে কর্মশালা আয়োজন করা হবে।
এসআর
মন্তব্য করুন: