কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী পরিবহনকারী বাসের চালক কচি শেখকে মারধরের ঘটনায় সোহেল নামের এক সিএনজি চালককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে কুমিল্লা শহরের পূবালী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা সিএনজি চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, যানজটে আটকে থাকা কুবির বাস দীর্ঘসময় হর্ন দিলেও সিএনজি না সরালে চালক ও হেল্পারের সঙ্গে বাকবিতণ্ডা হয়।
একপর্যায়ে সোহেল সিএনজিতে থাকা কাঠ দিয়ে বাসচালক কচি শেখকে আঘাত করেন। এতে তার মাথা ফেটে যায়। আহত কচি শেখকে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুবি পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, আমাদের চালক সহজ-সরল মানুষ। অযথা হামলার শিকার হয়েছেন। তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক জানান, “অভিযুক্ত সিএনজি চালককে আটক করা হয়েছে। আইনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।
এসআর
মন্তব্য করুন: