[email protected] শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২

কুবিতে ‘ডেটা গভর্ন্যান্স অ্যান্ড ইন্টারঅপারেবিলিটি’ সেমিনার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১০:০৮ পিএম

সংগৃহীত ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অনুষ্ঠিত হয়েছে ‘ডেটা গভর্ন্যান্স অ্যান্ড ইন্টারঅপারেবিলিটি’ বিষয়ক সেমিনার।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় প্রশাসনিক ভবনের ভার্চুয়াল কক্ষে এ আয়োজন হয়।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ও কী–নোট বক্তা ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফাইজ আহমেদ তায়েব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুর রহমান, আইসিটি বিভাগের প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমেদ, সিএসই বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. মাহমুদুল হাসানসহ শিক্ষক-শিক্ষার্থীরা।

সিএসই বিভাগের শিক্ষার্থী মেহেরাব হোসেন সাকিব বলেন, “আমাদের শিক্ষার্থীরা দেশের বাইরে ও বড় বড় আইটি কোম্পানিতে কাজ করছে। তবে আধুনিক ল্যাব সুবিধার অভাবে এগিয়ে যাওয়ার পথে নানা প্রতিবন্ধকতা রয়েছে।

উচ্চক্ষমতাসম্পন্ন ল্যাব পেলে আমরা আরও ভালো ফল দিতে পারব।”

প্রধান অতিথি ফাইজ আহমেদ তায়েব বলেন, “লালমাই সফটওয়্যার ইনোভেশন পার্কে অবকাঠামোগত সুবিধা তৈরি হলেও সফট স্কিল ডেভেলপমেন্টের সুযোগ রাখা হয়নি। কুবি যদি প্রস্তাবনা দেয়, আমরা তা তিন মাসের মধ্যে বাস্তবায়ন করতে পারব। এতে উদ্যোক্তা সৃষ্টি, গবেষণা ও ব্যবসার পরিবেশ উন্নত হবে।”

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী বলেন, “একটি উদ্যোগ শুরু হলে তা টেকসই হতে হবে। একই তথ্য সংগ্রহ বারবার করা হচ্ছে, যা নীতিগত দুর্বলতা।

এছাড়া বিকাশসহ মোবাইল ব্যাংকিং সেবায় কার্যকর আইনি কাঠামো না থাকায় প্রতারণা বাড়ছে। সুস্পষ্ট আইন না থাকায় ভুক্তভোগীরা ন্যায্য প্রতিকার পাচ্ছে না। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর