আগামী সোমবার (২২ সেপ্টেম্বর) এর মধ্যে সাত কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার অধ্যাদেশ জারি না হলে কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই হুঁশিয়ারি দেন।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ২০১৭ সালের পর থেকে শিক্ষকদের অনেকেই তাদের পাশে দাঁড়াননি।
বর্তমানে সাত কলেজের সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হলে কিছু শিক্ষক তা বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন। শিক্ষার্থীদের দাবি, অধ্যাদেশ ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয়।
এছাড়া তারা অভিযোগ করেন, নতুন করে আন্দোলনে গেলে পরীক্ষার ফলাফলে প্রভাব ফেলবে বলে শিক্ষকদের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে।
এসআর
মন্তব্য করুন: