নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাত নেতাকর্মীকে একযোগে গ্রেফতার করা হয়েছে।
ডিবি সূত্রে জানা গেছে, রাজধানীতে ঝটিকা মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এসময় মাসুদ রানা ও অন্যদের আটক করা হয়।
গ্রেফতারদের আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
এসআর
মন্তব্য করুন: