[email protected] বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
২ আশ্বিন ১৪৩২

নির্বাচনের ছয় বছর পর ডাকসুর জিএস হতে পারেন রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ৪:১৪ পিএম

রাশেদ খান

২০১৯ সালের ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর প্রার্থিতা অবৈধ ছিল বলে তদন্ত কমিটি মত দিয়েছে।

কারণ, তিনি যথাযথ প্রক্রিয়ায় এম. ফিল প্রোগ্রামে ভর্তি না হওয়ায় তার ছাত্রত্ব বৈধ ছিল না। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ইতোমধ্যেই তার ভর্তিকে সাময়িকভাবে বাতিল করেছে।

এই পরিস্থিতিতে গোলাম রাব্বানীর জিএস পদ বাতিল হলে, একই নির্বাচনে প্রার্থী হওয়া গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে জিএস ঘোষণা করার সম্ভাবনা রয়েছে।

ভর্তি বাতিলের খবরে উচ্ছ্বাস প্রকাশ করে রাশেদ খান বলেন, “দীর্ঘ সময় পরে হলেও আমি ন্যায়বিচার পেতে যাচ্ছি।

গোলাম রাব্বানী শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হয়নি। সেই নির্বাচনে আমাদের প্যানেল ১১টি পদে জয়ী হলেও মাত্র দুই পদে বিজয়ী ঘোষণা করা হয়েছিল।

তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ওই নির্বাচনে ভোটকেন্দ্র দখল, ব্যালটে জালিয়াতি, ভুয়া ভোটার ঢোকানোসহ নানা অনিয়ম ঘটেছিল। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আরও তদন্ত প্রয়োজন বলে প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ঘোষিত ফলে ভিপি পদে বিজয়ী হন নুরুল হক নুর। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর