[email protected] বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
২ আশ্বিন ১৪৩২

কুবিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ আয়োজন

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১০:২৯ পিএম

সংগৃহীত ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গাউছিয়া কমিটি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে “রাহমাতুল্লিল আলামীন কনফারেন্স ও নবী বন্দনা” অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল আসরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শায়েখ আব্দুল মোস্তফা রহিম আল আজহারী (খতিব, গাউছুল আজম জামে মসজিদ, ঢাকা)। তিনি বলেন, “নবী করীম (সা‌ঃ)-এর জন্ম ও আগমনের ঘটনাবলি মানবজাতির জন্য দিশারী আলো হয়ে এসেছে। তাঁর আদর্শ মেনে চললে পৃথিবীকে একটি সুন্দর ও নৈতিক জায়গায় পরিণত করা সম্ভব।”

এসময় বিশেষ আলোচক ছিলেন সোহাগ উদ্দীন আল কাদ্বেরী (খতিব, কুমিল্লা কালেক্টর জামে মসজিদ) ও মোহাম্মদ জাবের হোসাইন (সভাপতি, জাগরণ মানবিক ফাউন্ডেশন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুবির ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাকসুদুল করিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. রায়হান উদ্দিন (সভাপতি, গাউছিয়া কমিটি বাংলাদেশ, কুবি শাখা) এবং সঞ্চালনা করেন মোহাম্মদ মাইনুল হাসান।

নাতে রাসুল পরিবেশন করেন শায়ের মহিউদ্দিন তানভীর, তানভীর হোসাইন তারেক ও সায়মুন রেজা কাদ্বেরী। মাওলানা মুফতী ইব্রাহিম আল কাদ্বেরীর (খতিব, কুমিল্লা কান্দিরপাড় ঈদগাহ জামে মসজিদ) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

বিশেষ অতিথি মোহাম্মদ মাকসুদুল করিম বলেন, “নবীপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এই মাহফিলে আসা সকলেই সৌভাগ্যবান। এ আয়োজন আল্লাহ তাআলা কবুল করুন এবং সবাইকে সুন্নাহ অনুসরণে দৃঢ় করুন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর