[email protected] বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
২ আশ্বিন ১৪৩২

কুবিতে ব্র্যাক ক্যারিয়ার হাবের সেমিনার

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ৮:৩১ পিএম

সংগৃহীত ছবি

ভবিষ্যৎ কর্মজীবন গড়ে তুলতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ব্র্যাক ক্যারিয়ার হাব প্রোগ্রামের উদ্যোগে ‘নিয়োগ প্রতিষ্ঠানকে জানুন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় সামাজিক বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে আয়োজিত এ সেমিনারে প্রধান আলোচক ছিলেন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল আলম।

এছাড়া ব্র্যাকের অডিও-ভিজ্যুয়াল এক্সপার্ট মোরশেদ ভূঁইয়া, চট্টগ্রাম অঞ্চলের ক্যারিয়ার হাব লিড আফরোজা খানমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তারা শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা, আত্মবিশ্বাস, যোগাযোগ কৌশল ও প্রযুক্তি ব্যবহারে পারদর্শিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনায় উঠে আসে, আদর্শ সিভি তৈরির কৌশল, এনজিও খাতে চাকরির সুযোগ ও চ্যালেঞ্জ, এবং চাকরির বাজারে প্রতিযোগিতায় এগিয়ে থাকার উপায়।

ক্যারিয়ার হাবের এক্টিভেশন অফিসার জিসান বড়ুয়া জানান, “আগামী ২০৩০ সালের মধ্যে ক্যারিয়ার হাবের মাধ্যমে দশ লক্ষ দক্ষ জনশক্তি তৈরি করা হবে।” আফরোজা খানম বলেন, “শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী চাকরির সুযোগ সৃষ্টিতেও ক্যারিয়ার হাব কাজ করছে।”

উল্লেখ্য, পাঁচদিনব্যাপী এ প্রোগ্রামের নিবন্ধন সম্পন্ন হয়েছে ১৪ ও ১৫ সেপ্টেম্বর। আগামী ১৭ ও ১৮ অক্টোবর ক্যারিয়ার কাউন্সেলিং অনুষ্ঠিত হবে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর