[email protected] সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
৩১ ভাদ্র ১৪৩২

ঢাকা বিশ্ববিদ্যালয়

ক্যান্টিন-দোকানে ভিপি-জিএসদের জরিমানা, প্রশাসন বলছে ‘নিয়ম নেই’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ৯:৩৭ পিএম

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলোর ক্যান্টিন ও দোকানের খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ নতুন নয়।

মানসম্পন্ন খাবারের দাবিতে বহুবার আন্দোলনও হয়েছে। তবে এবার ভিন্ন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে—খাবারে অনিয়মের অভিযোগে ক্যান্টিন ও দোকানদারদের বিরুদ্ধে সরাসরি জরিমানা আরোপ করেছেন সদ্য নির্বাচিত কয়েকজন হল সংসদ নেতা।

জানা গেছে, গত ১২ সেপ্টেম্বর মাস্টারদা সূর্যসেন হলের এক দোকানে খাবারের স্বাদ বাড়াতে ব্যবহৃত ক্ষতিকর টেস্টিং সল্ট (এমএসজি) মজুত রাখার অভিযোগে নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) আজিজুল হক ওই দোকানদারকে তিন হাজার টাকা জরিমানা করেন।

এ নিয়ে দোকানির সঙ্গে একটি লিখিত চুক্তিও হয়, যাতে ভিপি ও দোকানির স্বাক্ষর রয়েছে।

সেখানে উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ে জরিমানা পরিশোধ না করলে দোকানের চুক্তি বাতিলের জন্য হল প্রশাসনে সুপারিশ করা হবে।

একই ধরনের অভিযোগে আরও কিছু হলে ক্যান্টিন ও দোকানদারদের ভয়ভীতি বা সতর্কবার্তা দেওয়ার বিষয়ও জানা গেছে।

তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, হল কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সংসদ নেতাদের জরিমানা করার কোনো ক্ষমতা নেই।

এ বিষয়ে ভিপি আজিজুল হক বলেন, ‘তল্লাশি চালিয়ে দোকানে এক কেজি টেস্টিং সল্ট পাওয়া যায়।

পরে দোকানদারও বিষয়টি স্বীকার করেন। শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়েই আমরা কাজ করছি। জরিমানার অর্থ শেষ পর্যন্ত হল প্রশাসনের মাধ্যমেই আদায় করা হবে।’

ঢাবি প্রশাসনের এক কর্মকর্তা জানান, শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা কেবল হল প্রশাসনের রয়েছে। সংসদ নেতারা এককভাবে জরিমানা করতে পারেন না। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর