অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র উদ্যোগে ‘ফলাফলভিত্তিক শিক্ষা, পাঠ্যক্রম সামঞ্জস্যতা এবং স্বীকৃতি প্রস্তুতি’ শীর্ষক একদিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত কর্মশালায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য অধ্যাপক ড. এস. এম. কবির।
তিনি ফলাফলভিত্তিক শিক্ষা (Outcome-Based Education), পাঠ্যক্রমের সঠিক সামঞ্জস্যতা এবং স্বীকৃতির জন্য প্রয়োজনীয় প্রস্তুতির নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম।
তিনি তাঁর বক্তব্যে আধুনিক উচ্চশিক্ষার মানোন্নয়নে ফলাফলভিত্তিক কারিকুলামের গুরুত্ব তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের শিক্ষকদের একসাথে কাজ করার আহ্বান জানান।
একইসঙ্গে তিনি যুগোপযোগী ও মানসম্মত পাঠ্যক্রম প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে দক্ষ ও মানবিক মানবসম্পদ গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।
এছাড়া তিনি এ ধরনের কর্মশালা আয়োজনের জন্য আইকিউএসি টিমকে ধন্যবাদ জানান।
কর্মশালার সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক ও কৃষি ব্যবসা বিভাগের চেয়ারম্যান কৃষিবিদ ড. মোঃ মোশাররফ হোসেন।
তিনি অংশগ্রহণকারী শিক্ষকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ কর্মশালা শিক্ষকদের মধ্যে ফলাফলভিত্তিক শিক্ষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্বীকৃতির জন্য প্রয়োজনীয় প্রস্তুতির একটি কার্যকর ভিত্তি তৈরি করবে।
একইসঙ্গে তিনি নিয়মিতভাবে এ ধরনের কর্মশালা আয়োজনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক মাজিদ ইশতিয়াক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পরিচালক (স্বীকৃতি) অধ্যাপক নাসির উদ্দীন আহাম্মেদ এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুল কাইউম সরদার।
কর্মশালায় বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ সক্রিয়ভাবে আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন।
এসআর
মন্তব্য করুন: