[email protected] রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
৩০ ভাদ্র ১৪৩২

জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫: বিষয়ভিত্তিক প্রশ্ন কাঠামো ও নম্বর বণ্টন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ৬:১৮ পিএম

সংগৃহীত ছবি

জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ এর বিষয়ভিত্তিক প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বণ্টন প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়েছে, চারটি প্রধান বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে প্রতিটি বিষয়ে নির্দিষ্ট নম্বর বরাদ্দ থাকবে।

রোববার (১৪ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এ নম্বর বণ্টন প্রকাশ করে। এর আগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে এ সংক্রান্ত চিঠি শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছিল।

নম্বর বণ্টন অনুযায়ী—

  • বাংলা: ১০০ নম্বর
  • ইংরেজি: ১০০ নম্বর
  • গণিত: ১০০ নম্বর
  • বিজ্ঞান: ৫০ নম্বর
  • বাংলাদেশ ও বিশ্ব পরিচয়: ৫০ নম্বর

মোট: ৪০০ নম্বর। পরীক্ষার সময় তিন ঘণ্টা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, বুধবার (৩ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা ২০২৫ প্রকাশ করে। নীতিমালা অনুযায়ী, মাধ্যমিক বা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ৮ম শ্রেণির সর্বোচ্চ ২৫ শতাংশ শিক্ষার্থী (৭ম শ্রেণির প্রান্তিক শিক্ষার্থীদের সামষ্টিক মূল্যায়নের ফলের ভিত্তিতে) এ পরীক্ষায় অংশ নিতে পারবেন। জাতীয় স্টিয়ারিং কমিটি প্রয়োজনে এ সংখ্যা পুনঃনির্ধারণ করতে পারবে।

বিস্তারিত বিষয়ভিত্তিক প্রশ্নপত্রের কাঠামোসহ নম্বর বণ্টন দেখুন এখানে

শিক্ষা সংক্রান্ত সব খবর সবার আগে পেতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন চাপুন। এতে স্মার্টফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর