এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এইউবি) উপাচার্য এমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান ২০২৫ সালের “প্রফেসর ড. দেলোয়ার হুসাইন ট্রাস্ট ফান্ড লেকচার” উপস্থাপন করেছেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় ঢাকার নিমতলীতে এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশের (এএসবি) অডিটোরিয়ামে এ লেকচার অনুষ্ঠিত হয়।
“ডেটা থেকে সিদ্ধান্ত: গবেষণা, উন্নয়ন ও জননীতি নির্ধারণে পরিসংখ্যানের অবদান ও বিতর্ক” শিরোনামে প্রদত্ত লেকচারে তিনি বলেন, গবেষণা ও নীতি প্রণয়নে প্রমাণভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে পরিসংখ্যান অপরিহার্য। অনিশ্চয়তার মুখে নির্ভরযোগ্য ও সময়োপযোগী ডেটা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সচিব ড. মুহাম্মদ আবদুল মজিদ। দাতার পরিচিতি ও বক্তার সংক্ষিপ্ত জীবনী উপস্থাপন করেন প্রফেসর ড. আব্দুর রহিম।
উল্লেখ্য, প্রফেসর শাহজাহান খান অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ডের এমেরিটাস প্রফেসর এবং বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের (বিএএস) নির্বাচিত প্রবাসী ফেলো। তিনি Journal of Applied Probability and Statistics (JAPS)-এর প্রতিষ্ঠাতা প্রধান সম্পাদক এবং ২০০৫–২০১৪ সাল পর্যন্ত Islamic Countries Society of Statistical Sciences (ISOSS)-এর সভাপতি ছিলেন।
তিনি এ পর্যন্ত ২০ জন পিএইচডি গবেষকের তত্ত্বাবধানে কাজ করেছেন এবং ২৫০টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন। সম্প্রতি Springer Nature থেকে তাঁর দুটি বই প্রকাশিত হয়েছে— Meta-Analysis Methods for Health এবং Experimental Statistical Methods।
এসআর
মন্তব্য করুন: