জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদে (জাকসু) নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের প্রার্থী আব্দুর রশিদ জিতু।
ফলাফল ঘোষণার পর তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে দলীয় রাজনৈতিক চর্চা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) প্রায় ৫০ ঘণ্টা ধরে ভোটগ্রহণ ও গণনা শেষে বিজয়ী ঘোষিত হওয়ার পর জিতু বলেন, “৩৩ বছরের প্রত্যাশা পূর্ণতা পেয়েছে।
দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব। শিক্ষার্থীদের একাডেমিক জীবনে দলীয় রাজনীতি নেতিবাচক প্রভাব ফেলে। তাই নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে কাজ করব।”
তিনি আরও জানান, জাকসু বাস্তবায়নের জন্য শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে। নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন মতের প্রার্থীরা জয়ী হয়েছেন। তাই সবাইকে সঙ্গে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গড়ে তোলাই তার অগ্রাধিকার হবে।
প্রধান কর্মসূচির কথা উল্লেখ করে নবনির্বাচিত ভিপি বলেন, ক্যাম্পাসে গেস্টরুম সংস্কৃতি ও লেজুড়বৃত্তি রাজনীতি বন্ধের উদ্যোগ নেওয়া হবে।
ভিপি পদে জিতু পেয়েছেন ৩ হাজার ৩২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘সমন্বিত শিক্ষার্থী জোট’-এর আরিফ উল্লাহ পান ২ হাজার ৩৭৯ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক (জিএস)সহ বেশির ভাগ শীর্ষ পদে জয় পেয়েছে শিবির-সমর্থিত ওই জোট।
এসআর
মন্তব্য করুন: