[email protected] শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
২৯ ভাদ্র ১৪৩২

কুবি আইটি সোসাইটির নেতৃত্বে সালেহ–সাকিব

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ৪:২১ পিএম

সালেহ–সাকিব

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) আইটি সোসাইটির ষষ্ঠ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিসংখ্যান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খান মোহাম্মদ সালেহ এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই শিক্ষাবর্ষের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের মেহরাব হোসেন সাকিব।

গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি শিহাব উদ্দিন হিমেল ও সাধারণ সম্পাদক তৌসিফ বিন পারভেজ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন মাহির নাসের পলক ও ইমরুল হাসান রাহাত। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. সৌরভ ও নাফিজা তাবাসসুম নাবিলা। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন এআর প্রান্ত, রায়হান হোসেন রেফাত ও মো. আসিফ। অর্থ সম্পাদক হয়েছেন মো. শফিউল ইসলাম চৌধুরী। এছাড়া বিভিন্ন টিমে দপ্তর, প্রচার, লজিস্টিক, তথ্য ও রিসোর্স, টেকনিক্যাল, ডিজাইন, ক্রিয়েটিভ, ইভেন্ট ম্যানেজমেন্ট, পিআর ও কমিউনিকেশন, প্রোগ্রামিং, রোবোটিক্স এবং এথিক্যাল হ্যাকিং বিষয়ে সম্পাদক ও সদস্যরা দায়িত্ব পালন করবেন।

সাধারণ সম্পাদক মেহরাব হোসেন সাকিব বলেন, “কুবি আইটি সোসাইটি ক্যাম্পাসের একটি সুসংগঠিত ও সুপ্রতিষ্ঠিত ক্লাব। আমরা ইতোমধ্যে বেশ কিছু বড় ও সফল ইভেন্ট সম্পন্ন করেছি। ইনশাআল্লাহ, ক্লাবের মর্যাদা ধরে রেখে শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখব।”

সভাপতি খান মোহাম্মদ সালেহ বলেন, “কুবি আইটি সোসাইটি শিক্ষার্থীদের আত্ম-উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষায় কাজ করে যাচ্ছে। আমাদের হাত ধরে টেডএক্স সিওইউ, ক্যারিয়ার সামিটসহ উল্লেখযোগ্য ইভেন্টগুলো সফলভাবে আয়োজন করা হয়েছে। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য গর্বের বিষয়। পূর্ববর্তী কমিটির লিগ্যাসি ধরে রেখে ক্লাব, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য।”

উল্লেখ্য, নবঘোষিত এই কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে। আগামী বছরের ১২ সেপ্টেম্বর এর মেয়াদ শেষ হবে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর